PSG is releasing Mbappe

এমবাপ্পে কে ছেড়ে দিচ্ছেন পিএসজি


মেসির আগমনে এমবাপ্পের আগ্রহ কমছে সমর্থকদের ম্যানেজমেন্ট ও ফ্রান্স তারকা'র বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত পৌঁছাতে পারে। গণমাধ্যমে খবর এরই মধ্যে আকর্ষণীয় প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছেন রিয়াল মাদ্রিদ। গতরাতে স্ট্রাসবার্গ এর বিপক্ষে গ্যালারি থেকে নেতিবাচক সাড়া মিলেছে এমবাপ্পের জন্য। 


মেসি আসার জন্য এমবাপ্পে অপর থেকে আলো সরে গেছে অনেকখানি সেই সুযোগে ফ্রেন্স গোল্ডেনবাএর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। দেড়শ মিলিয়ন ইউরো খরচের প্রস্তুতি নিয়ে ফেলেছে স্প্যানিশ জায়ান্ট। অডোগার্ড কে আর্সেনালের কাছে 50 মিলিয়ন এ  বিক্রি করে সে অর্থ এমবাপ্পে কে ক্রয় করতে কাজে লাগাতে চাই ল্সপ্লাংকস।


 এমবাপ্পের সাথে পিএসজির চুক্তি 2022 সাল পর্যন্ত এরপরই ট্রান্সফারে নতুন গন্তব্য খুঁজে নিতে পারবেন এই ফরোয়ার্ড। আর্থিক ক্ষতি এড়িয়ে যেতে এমবাপ্পে কে ছেড়ে দিতে পারে লা পার্সিয়া। তাই পারসিক বিবেচনা বলা যায় যে এমবাপেকে ছেড়ে দিতে পারে ফ্রান্সের ক্লাব পিএসজি।


Post a Comment

0 Comments