What will happen now are the unaltered Barcelona jerseys written by LM 10

 



কি হবে এখন এল এম টেন লেখা বার্সেলোনার অবিকৃত জার্সি গুলো র

কথা ছিল মেসি প্রিয় ক্লাব বার্সেলোনা থাকবে কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসি চুক্তিবদ্ধ হয়েছেন পিএসজিতে। মেসির নাম এবং নম্বর এল এম থার্টি লেখা জার্সি গুলো বিক্রি হচ্ছে পিএসজির অনলাইন এবং স্টরে শত শত জার্সি। তাহলে মেসির এল এম টেন লেখা জার্সি গুলো কি করবে এখন বার্সেলোনা । ফুটবলের জাদুকর লিওনেল মেসি তার ক্যারিয়ার শুরু করেছিলেন বার্সেলোনার হয়ে।কোটি কোটি মেসি ভক্তরা ভেবেছিল তার ক্লাব ক্যারিয়ার শেষ হবে বার্সেলোনাতেই কিন্তু মেসি এবং তার ভক্তদের চাওয়ার পরও থাকা হলোনা মেসির বার্সাতে ।

মেসি থাকবেন এটি ভেবে তার নামে এবং নম্বরে  তৈরি করেছিল জার্সি গুলো বার্সেলোনা যা দুই মাস আগে থেকে বিক্রি শুরু করেছিল ক্লাব । মৌসুমের প্রথম দিকে মেসিকে নিয়ে চলছিল অনেক দ্বিধাদ্বন্দ্ব আর সে কারণেই তারে জার্সির প্রতি দর্শকদের ছিল অনেক আগ্রহ । 
 তবে সবগুলো নিমিষেই বদলে গেছে মুহূর্তে। এখন এই আর্জেন্টিনায় ফুটবল জাদুকর পিএসজি ফুটবলার । 


 আরে এই  অবস্থাতে মেসির নামে তৈরি হওয়া জার্সি গুলো শোভা পাচ্ছে বিভিন্ন স্টরে ।  আর কি হবে এই জার্সি গুলোর ।  এদিকে নিয়ম অনুযায়ী যদি কোন ফুটবলার ক্লাব ত্যাগ করে তাহলে তার নামে তৈরি করা জার্সি গুলো ফিরে নেওয়াহয় ক্লাবে 2 মাস আগে থেকে ।  যেমনটা হয়েছিল নেইমারের ক্ষেত্রে নেইমার ক্লাব বার্সেলোনা ছাড়ার আগে তার জার্সি গুলো 2 মাস আগে থেকে বিক্রি বন্ধ করা হয় ।


 বার্সেলোনার জার্সি তৈরি করে বিখ্যাত ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি । এ ছাড়াও প্রতিষ্ঠানটি ভাবছে কী করা হবে এত গোলা জার্সি । এর মধ্যে শোনা যাচ্ছে মেসির নামে যে বিক্রি  হওয়া জার্সি ফেরত নেবে নির্মাতাপ্রতিষ্ঠান নাইকি ।  জার্সি গুলো ফেরত নেওয়ার জন্য বার্সেলোনা হাতে সময় রয়েছে দুই মাস এবং সেগুলো ফেরত পাঠাবে  প্রধান কার্যালয় । 


এরমধ্যে নির্মাতা প্রতিষ্ঠান নাইকি 80 পার্সেন্ট মেসির নামে তৈরি হওয়া জার্সি ফেরত নেওয়া হয়েছে হেডকোয়ার্টারে ।  বিস্ময়কর বিষয় হলো যে মেসির নামে তৈরি হওয়া জার্সি গুলো বিক্রি করে বার্সেলোনা আয় কত 30 মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় 300 কোটি টাকা কিন্তু এই ক্ষতির কিছু অংশঃ পুষিয়ে নিতে চায় মেম্ফিস ডিপের জার্সি বিক্রি করে। 


অপরদিকে মেসির নামে তৈরি হওয়া এল এম থার্টি জার্সি গুলো পিএসজির স্টরে  এবং অনলাইনে বিক্রি হচ্ছে শত শত যা চড়া মূল্যে বিক্রি হচ্ছে মেসির সমর্থক রা এই পিএসজির নতুন এল এম থার্টি  জার্সি ক্রয় করছে হুমরি খেয়ে।



Post a Comment

0 Comments