কি কারনে বাংলাদেশ ক্রিকেট দলকে এগিয়ে রাখছে এবার বিশ্ব আসরে হার্সেল গিবস
কয়েক দফায় পিছিয়ে বিশ্ব টি-টোয়েন্টির আসর বসবে ওমান এবং দুবাই। কভিড কালেন অবস্থার কারণে প্রস্তুতির জন্য সেখানে যাবে আগে থেকেই টিম টাইগার।কন্ডিশনিং ক্যাম্প এর পাশাপাশি সেখানে খেলার কথা প্রস্তুতি ম্যাচও। তথ্যগুলো অনেক পুরানো এই পুরানো তথ্য গুলোর উপর ভিত্তি করে মন্তব্য করেছেন সাবেক ব্যাটসম্যান হার্সেল গিবস।
বিপিএলের কারণে তার বাংলাদেশের আবহাওয়া এবং কন্ডিশন জানা আছে তার। দুবাইয়ের সঙ্গে তার পরিচয় রয়েছে অনেক আগের সে বিচার থেকে বিশ্ব আসরে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর অনেক বেশি সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন হার্সেল গিবস। পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্স টা কেউ গুরুত্ব দিচ্ছেন হার্সেল গিবস।
স্বাভাবিকভাবে বললে আমি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কথা বলব কিন্তু আপনাকে দেখতে হবে কি কন্ডিশনে খেলা হচ্ছে। এশিয়ান দেশগুলোর সাথে দুবাইয়ের আবহাওয়ার এবং উইকেটে অনেক মিল রয়েছে এখানে তারাই আধিপত্য দেখাবে। এখানে পাকিস্তান-ভারত সবসময় ফেভারিট কিন্তু এবার বাংলাদেশে কেউ এগিয়ে রাখতে হবে কারণ তাদের সাম্প্রতিক ফর্মটাও দুর্দান্ত।
তাদের এক ঝাঁক অভিজ্ঞ প্লেয়ার রয়েছে যারা অনেক সিনিয়র। তবে টি-টোয়েন্টি মানেই মারমুখী ব্যাটিং সেখানে ক্যারিবীয়দের উপেক্ষা করা বেশ কঠিনবলা চলেএবং সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন তারায়। আর এখানে দলের ভারসাম্য বিবেচনা করলে ইংল্যান্ডকে এগিয়ে রাখবে যে কেউ। কিন্তু গিভস ডিপ্লোমেটিক এইসব কথাবার্তাই যাননি তার মতে দুবাইয়ের কন্ডিশনে কাজে আসবে না এসব অতীত অভিজ্ঞতা।
যদি উইকেটে টান থাকে তাহলে ক্যারিবিয়ানদের চান্স কম। ইংল্যান্ড দল হিসেবে শক্তিশালী কিন্তু এই কন্ডিশনে কতটা সুবিধা করতে পারবে তা বলা যাচ্ছে না। দক্ষিণ আফ্রিকা দলটা তরুণ উজ্জীবিত তবে এবি ডি ভিলিয়ার্স এর মত কেউ নেই যে একাই ম্যাচ ঘুরিয়ে দেবে।
অস্ট্রেলিয়াকে নিয়ে আমি বাজি ধরব না কারণ তারা টানা হাড়ের ভিতরে রয়েছে এবং এখান থেকে তাদের আত্মবিশ্বাসী হয়ে ওঠা বেশ কঠিন বলা যায়। আগামী 17 ই অক্টোবর শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্ব আসর শেষ হবে 14 ই নভেম্বর এবং ম্যাচগুলো হবে ওমান এবং দুবাই এ।
0 Comments