জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছেন সাকিব-আল-হাসান সেই সাথে প্রায় চার বছর পর টি-টোয়েন্টির অলরাউন্ডারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব
আফগানিস্তানের মোহাম্মদ নবী কে পিছনে ফেলে 286 পয়েন্ট নিয়ে আইসিসি T20 অলরাউন্ডার রেংকিং এখন এক নম্বর রেংকিং এ উঠে এসেছেন সাকিব সবশেষে 2017 অক্টোবরের শীর্ষস্থানে ছিল সাকিব অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ব্যাট-বলের সফল ছিলেন তিনি এবং শেষ ম্যাচে হয়েছেন ম্যাচসেরা তিনি এবং পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার ও সেইসাথে জিম্বাবুয়েতে তিন ফরমেটে সেরার পুরস্কার যেতাই জুলাই আইসিসির সেরা ক্রিকেটার হয়েছেন সাকিব আল হাসান
এদিকে 20 ধাপ এগিয়ে বোলারদের রেংকিং এ মুস্তাফিজের অবস্থান আছে দশে আর মাহমুদুল্লাহ আছেন অলরাউন্ডার 33 নম্বর অবস্থানে
গত আইসিসি সেরার পুরস্কার ছিল মুশফিকুর রহিমের হাতে কিন্তু এখন সেই আইসিসি সেরা পুরস্কার সাকিব আল হাসানের হাতে
0 Comments